প্রেস বিজ্ঞপ্তি কি ও প্রেস বিজ্ঞপ্তি লেখার নিয়মঃ
সুদুর অতীত থেকে রাজনৈতিক অঙ্গনে নিজের দলের প্রোপাগান্ডার জন্য প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তির প্রয়োজন হয়ে আসছে। কোন কোন ক্ষেত্রে আন্দোলন, সংগ্রামের এর সহায়ক। রাজনীতিতে মাঠে-ময়দানে প্রেস বিজ্ঞপ্তি সবসময়ই অনেক জনপ্রিয় এবং কার্যকারী। দৈনিক নামী দামি পত্রিকাগুলো ব্যবসায়ীক উদ্দেশ্যে প্রচার কৌশল অবলম্বন করে তারা প্রেস রিলিজ থেকে নিউজ করে। তবে আজকাল অনেক অনলাইন পত্রিকা অনেক বেশী নিউজের প্রয়োজনীয়তার জন্য ইমেইল প্রেস রিলিজ পেলে ছেপে দেয়।
প্রেস বিজ্ঞপ্তি সব দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, ম্যাগাজিন, দৈনিক টিভি চ্যানেল এমনকি স্থানীয় আঞ্চলিক পত্রিকায়ও পাঠানো যেতে পারে । তবে অনলাইন পত্রিকা ছাড়াও ব্লগগুলোতেও প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী নিউজ করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর জন্য যা কিছু প্রয়োজন, তা হলোঃ
◾পত্রিকা ঠিকানা
◾ফোন নাম্বার
◾ফ্যাক্স
◾ই-মেইল
সাধারনত কোন রাজনৈতিক সংগঠনের প্রচার সম্পাদক, সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি পত্রিকায় পাঠিয়ে থাকে।
ইমেইলে প্রেস বিজ্ঞপ্তি লেখার জন্য সভাপতির সাক্ষর স্ক্যান করে রিলিজের নিচে দিতে হবে
তারিখ, বার ও খ্রীস্টাব্দ উল্লেখ করতে হবে।
এম এস ওয়ার্ড ফাইলে আগে রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম, নিবন্ধন সংবলিত লেটার প্যাড ওপেন করে সংগঠনের বক্তব্য, উদ্দেশ্য, কর্মসূচি, প্রোপাগাণ্ডা লিখতে হবে।
নিজস্ব ইমেইল(সংগঠনের) আইডি ব্যবহার করতে হবে।
নিজস্ব ওয়েব এড্রেস থেকে পাঠাতে হবে।
◾প্রেস বিজ্ঞপ্তি অবশ্যই রাজনৈতিক পাতা'র বিভাগীয় সম্পাদকের নিকট পাঠাতে হবে।
◾ লেখা বিশেষ করে তিন ছোট ছোট অংশে বা ১০০ – ১২০ শব্দে হতে হবে ।
◾ইন্টারনেট থেকে লেখার পূর্বে কয়েকটি নমূনা কপি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সংগ্রহ করে রাখতে পারেন।
◾ প্রেস রিলিজের উপরে প্রেস রিলিজ লেখার পাশাপাশি সুন্দর একটা হেডিং দিবেন।
◾সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ প্যারাতে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন অপশন ব্যাবহার করতে পারেন যাতে বিভাগীয় সম্পাদক চোখে হাইলাইট হতে পারে।
◾সবশেষে মোদ্দা কথা হলো লেখার ভাষা সহজে বোধগম্য ও প্রাঞ্জল ভাষায় লিখিত হতে হবে।
To get presentation please visit link bellow:
https://bit.ly/35deQJr
শাহ্ জালাল মাসিম
পলিটিকাল কনসালটেন্ট
(শাহ্ জালাল কনসাল্টেন্সি)
ফাউন্ডার ও সি ই
স্কুল অব পলিটিক্স
No comments:
Post a Comment