Trams & Conditions


সদস্যপদ প্রসঙ্গে
১.১। স্কুল অব পলিটিক্স ব্লগ সাইটের  উদ্দেশ্য যে কোনো ধরনের প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে প্রাধান্য দেয়া। কাজেই এই ব্লগের সদস্য হতে হলে এবং এখানে লেখা প্রকাশ করতে হলে উপরের বিষয় মেনে চলতে হবে।
১.২। স্কুল অব পলিটিক্স  কো্নো চ্যাটরুম, ফোরাম, বন্ধুসভা কিংবা সোশ্যাল কমিউনিটি ব্লগের মত গল্পগুজবের স্থান নয়। এখানে ব্লগের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ লেখা এবং তা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনাকে উৎসাহিত করা হয়।
১.৩। কোনো লেখা বা মন্তব্যের মধ্যে স্কুল অব  পলিটিক্স ব্লগের পরিপন্থী কো্নো কিছুর প্রমাণ পাওয়া গেলে, কর্তৃপক্ষ আপনার সদস্যপদ পুনর্বিবেচনা কিংবা বাতিল করার অধিকার রাখে; এ ব্যাপারে ব্লগের নির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
১.৪। এখানে সরাসরি সদস্যপদ দেয়া হয় না। কেউ সদস্য হতে চাইলে তাঁকে ব্লগে ক্রমাগত মন্তব্য করে যেতে হবে। মন্তব্যের গুণাগুণ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। মন্তব্যের গুণাগুণ বিবেচনায় পূর্নাঙ্গ লেখক হিসেবে সদস্যপদ দেয়া হলেই তিনি কারো হস্তক্ষেপ ছাড়া ব্লগে লেখা প্রকাশ করতে পারবেন।
১.৫। তবে, সদস্য হলেও কারো লেখা সরাসরি প্রকাশিত নাও হতে পারে। কেবল পূর্নাঙ্গ লেখকেরাই এ ব্লগে কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া লেখা প্রকাশ করতে পারবেন। পূর্নাঙ্গ লেখক ছাড়া অন্য সদস্যদের (যেমন, প্রদায়ক,গ্রাহক কিংবা সাধারণ পাঠক) ক্ষেত্রে কর্তৃপক্ষ যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন তাদের সকল লেখা এবং মন্তব্য মডারেটর প্যানেল এর রিভিউ এর মধ্য দিয়ে নিয়ে যাবেন। পূর্ণাঙ্গ লেখক ছাড়া অন্যদের কাছ থেকে আসা লেখা সম্পাদকমন্ডলীদের কাছে প্রকাশযোগ্য বিবেচিত হলেই শুধু ব্লগে প্রকাশিত হতে পারবে। কো্নো লেখা যদি স্কুল অব পলিটিক্স  উদ্দেশ্য ও নীতিমালার সাথে সাংঘর্ষিক বিবেচিত হয় তাহলে সেটা প্রকাশ না করার সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে। আপনার সদস্যপদ যে কোন সময়ে পূর্ণাঙ্গ লেখক থেকে নামিয়ে প্রদায়ক কিংবা গ্রাহকে অবনমিত করার অধিকারও মুক্তমনা সংরক্ষণ করে।
স্বচ্ছতা এবং সুবিধার প্রয়োজনে নীচে সদস্যদের বিভিন্ন স্তরের ব্যাখ্যা দেয়া হল –
পূর্নাঙ্গ লেখক: ব্লগে স্বাধীনভাবে নিজের লেখা প্রকাশ এবং সম্পাদনার অধিকার রাখেন। লেখকের মন্তব্য লগ ইন অবস্থায় করা হলে সরাসরি ব্লগে প্রকাশিত হয়।
প্রদায়ক: ব্লগে লেখা পোস্ট করতে পারবেন কিন্তু তা ব্লগের পাতায় প্রকাশের জন্য মডারেটরের অনুমোদন লাগবে। প্রদায়কের মন্তব্য লগ ইন অবস্থায় করা হলে সরাসরি ব্লগে প্রকাশিত হয়।
গ্রাহক: শুধুমাত্র লেখা পড়তে পারবেন, লেখা পাঠানোর জন্য তাকে মডারটরকে ই-মেইল করতে হবে । তবে তিনি ব্লগে নিজের প্রোফাইল আপডেট এবং সম্পাদনা করতে পারবেন। গ্রাহকের মন্তব্য লগ ইন অবস্থায় করা হলেও সরাসরি ব্লগে প্রকাশিত হয়না, এডমিনের অনুমোদন লাগে।

১.৬। বারবার নীতিমালা লংঘন, ভ্যান্ডালিজম, ফ্লাডিং প্রভৃতির কারণে আপনার সদস্যপদ চিরতরে বাতিলের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।
১.৭। সদস্য না হয়েও যে কেউ ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে পারেন।

No comments:

Post a Comment