সংবিধান একটি রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, যা লিখিত বা অলিখিত হতে পারে। রাষ্ট্রের জন্য সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। যা পরিবর্তন, পরিশোধণের মধ্যে দিয়ে এগিয়ে চলে।
আর এই সংবিধান অনুযায়ী নেতা রাষ্ট্র পরিচালনা করাকে রাজনীতি বলা হয়।
রাজনীতি কি ও কেন ?
রাজনীতি একটি পেশা। রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সুনেতৃত্ব দেয়া হলো রাজনীতি!রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। একটি রাষ্ট্রে যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারমধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠান সরচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রধান প্রতিষ্ঠান যা রাজনৈতিক দল সরকার ব্যবস্থা গঠনের মধ্যে দিয়ে রাষ্ট্র কে পরিচালনা করে থাকে।
রাজনীতির সংঙাঃ
রাষ্ট্র কে পরিচালনা করার জন্য যে নীতিমালা তাই রাজনীতি। রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান যাকে পরিচালনার জন্য রাজনৈতিক দল ক্ষমতা অর্জন করে সাংবিধানিক ভাবে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে।যার প্রধান থাকেন একজন নেতৃত্বদানকারী।
নেতৃত্বদানকারীঃ
যিনি জনগণের নেতৃত্ব দিয়েছেন তিনি নেতা। সাধারণ জনগোষ্ঠীর আশা আকাঙ্খা ও দাবী আদায়ে নেতা প্রধান ভূমিকা পালন করেন।নেতা তাঁর বক্তব্য জাতির সামনে তুলে ধরেন।তিনি জনগণকে পথ দেখিয়ে থাকেন।
রাজনৈতিক দলঃ
একজন নেতা জনগণের সাথে দলবদ্ধ সুপরিকল্পিতভাবে কাজ করার জন্য একটি সংগঠন গড়ে তোলেন।তারপর সে সংগঠনের উদ্দেশ্য, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকেন।
যেমনঃ
বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলঃবাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(BNP)
গণসংহতি আন্দোলন ও সিপিবি ও ওয়াকার্স পার্টি।
লেখাঃ শাহজালাল মাসিম
নির্বাহী পরিচালক
স্কুল অব পলি
রাজনীতির সম্পর্কে প্রেজেন্টেশন দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে নোটিফিকেশন 🔔আইকন ক্লিক করে কানেক্টেড থাকুন।
আমার ইউটিউব চ্যানেল লিংকঃ
https://bit.ly/2XtmlcM
No comments:
Post a Comment