সংবিধান কি ও কেন?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ লিখিত দলিল। এই সংবিধানটি একটি সফল লিখিত সংবিধান। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং বিজয় দিবস হতে এটি প্রকাশিত ও কার্যকরের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
সংবিধান একটি রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, যা লিখিত বা অলিখিত হতে পারে। রাষ্ট্রের জন্য সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। যা পরিবর্তন, পরিশোধণের মধ্যে দিয়ে এগিয়ে চলে।
বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান যা
দেশ স্বাধীন হবার বাংলাদেশের জনগন হাতে পেয়েছে। এদিক থেকে বলতেতি গেলে বাংলাদেশ সৌভাগ্যবানদের একজন।
এই সংবিধান প্রণয়ণের ইতিহাসে দেখা যায় অভিজ্ঞ রাজনৈতিক নেতা, কর্মী, সমাজবিজ্ঞানী, রাষ্টবিজ্ঞানী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবিদের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে এই সংবিধান প্রণয়নের কাজ সুসম্পাদিত হয়েছিল।
বাংলাদেশ সংবিধানের মূলনীতিসমূহঃ
◾ জাতীয়তাবাদ
◾ সমাজতন্ত্র ও শোষণমুক্তি
◾ গণতন্ত্র ও মানবাধিকার
◾ ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
বাংলাদেশ সংবিধানের ১৫১ টি অনুচ্ছেদ রয়েছে যার মধ্যে অন্যতম প্রধান কয়েকটি অনুচ্ছেদ হলোঃ
(প্রথম ভাগ)
প্রজাতন্ত্র
(দ্বিতীয় ভাগ)
রাষ্ট্র পরিচালনার মূলনীতি
(তৃতীয় ভাগ)
মৌলিক অধিকার
(চতুর্থ ভাগ)
নির্বাহী বিভাগ
(পঞ্চম ভাগ)
আইনসভা
(ষষ্ঠ বিচারবিভাগ
(সপ্তম ভাগ)
নির্বাচন
(অষ্টম ভাগ)
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
(নবম ভাগ)
বাংলাদেশের কর্মবিভাগ
(দশম ভাগ)
সংবিধান-সংশোধন
(একাদশ ভাগ)
বিবিধ
To see presentation about Bangladesh constitution, please visit,subscribe & connected my YouTube channel. My channel link below.
To see presentation about Bangladesh constitution, please visit,subscribe & connected my YouTube channel. My channel link below.
No comments:
Post a Comment