গোপনীয়তা প্রসঙ্গেঃ
১। স্কুল অব পলিটিক্স লেখকেরা মূল নামে কিংবা যে কোন লেখক-নাম (pen name) গ্রহণ করে লেখার অধিকার রাখেন। লেখকের মূল নাম কর্তৃপক্ষকে জানাতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। নিজের সম্পর্কে একজন সদস্য যা যা গোপন রাখতে চান তার সবই গোপন রাখার অধিকার সদস্যকে দেয়া হবে। আশা করা হচ্ছে, বিভ্রান্তি এড়ানোর জন্য কেউ অন্য কারো নেয়া মূল নাম (নাম একই হলে কোন পার্থক্যসুচক শব্দ বা প্রতীক জুড়ে দিন) বা একই লেখক-নামে লিখবেন না, কিংবা মন্তব্য করবেন না।
২। ব্লগার তার ব্লগের প্রোফাইল থেকে ই-মেইল সর্বসমক্ষে দেখাবেন কি দেখাবেন না তার সিদ্ধান্ত নেবেন, এবং সেই অনুযায়ী অপশন নির্বাচন করবেন। স্কুল অব পলিটিক্স কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
৩। লেখক বা মন্তব্যকারীর প্রাইভেসি বা গোপনীয়তা সম্পর্কে অন্যদেরকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। লেখক তার যে বিষয়টি সবাইকে জানাতে চান না সেটা তার নিজ দায়িত্বেই লেখায় বা মন্তব্যে প্রকাশ করা থেকে বিরত থাকবেন।
৪। স্কুল অব পলিটিক্স ব্লগে প্রকাশিত সকল লেখার স্বত্ব লেখকের।
৫। লেখা বা মন্তব্যে অন্য কোন লেখকের রচনা (তা সে যেখান থেকেই হোক না কেন) ব্যবহার করলে অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে। অন্যথায় সেটা কুম্ভিলতা বা প্লেইজারিজম তথা সাহিত্যচুরি বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে লেখককে বিষয়টি জানানো হবে। তিনি যদি সূত্র যোগ করার মাধ্যমে তার লেখা সংশোধন না করেন তাহলে লেখা বা মন্তব্যটি মুছে দেয়া হবে। শুধু তথ্য সূত্র নয়, অন্য কারো লেখা পুরোটা কিংবা আংশিকভাবে কপি করে নিজের নামে চালানোকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়। এ ধরনের কাজকে ব্লগে কঠোরভাবে নিরুৎসাহিত করার পাশাপাশি লেখককের সদস্যপদ বাতিল সহ যে কোন পদক্ষেপ নেওয়ার অধিকার স্কুল অব পলিটিক্স সংরক্ষণ করে।
৬। যেসব লেখার এখনও কপিরাইট আছে সেগুলো স্বত্বাধিকারীর অনুমতি সাপেক্ষেই কেবল স্কুল অব পলিটিক্স সাইটে প্রকাশ করা যাবে।
৭। বাংলা ব্যতীত অন্য ভাষা থেকে অনুবাদের ক্ষেত্রে মূল লেখকের অনুমতি নিতে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু অনেক সময় এসব অনুমতি নেয়ার ক্ষেত্রে মোটা অংকের অর্থের বিষয় থাকে। তাই ক্ষেত্র বিশেষে এ ধরণের আংশিক অনুবাদের উপর কপিরাইট এর নিয়ম শিথিল করা হতে পারে। এ ধরণের লেখাগুলো Fair use এর অধীনে এ সাইটে প্রকাশিত হতে পারে। তবে সেগুলোকে কো্নোভাবেই কোনো বাণিজ্যিক মাধ্যমে প্রকাশ করা যাবে না।স্কুল অব পলিটিক্স একটি বাংলা ব্লগ অবাণিজ্যিক এবং অলাভজনক বলেই এখানে ফেয়ার ইউজ এর বিষয়টি খাটতে পারে।
No comments:
Post a Comment