রাজনীতি ও ব্যবসা
বর্তমান প্রজন্মের তরুন ও যুবকদের একটি ট্রেন্ড চালু হয়েছে আর তা হল ব্যবসা করে ক্যারিয়ার গড়া। আসলে এই চিন্তা ধারার একটা ইতিহাস আছে যা তাদের সামনে একটা ইমেজ তৈরি দিয়েছে তাদের এ ধরনের ডিসিশান মেকিং এর পেছনে গতানুগতিক চাকরী প্রভাবিত করেছে। তাদের পারিবারিক অভিভাবক হয়তবা অনেকেই চাকুরীজীবী। তাদের লাইফ স্টাইলের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরো স্বাধীন ও সুস্বাভাবিকভাবে কিছু একটা মানে আরো ভালো ইনকাম ও জীবনযাপনের উদ্দেশ্যে তারা উদোক্তার খাতায় নিজেদের নাম লিখিয়েছে।
কেউবা ছোট খাট কিছু ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে দিয়েছে কিন্তু সফলতা বিষয়টি এখন যেন তাদের কাছে সোনার হরিণ ছাড়া আর কিছু নয়।
দেখুন আপনি যখন একটা ক্ষুদ্র ব্যবসাতে ইনভেস্ট করছেন তখন আপনাকে অনেকেই বলেছেন যে ছোটথেকে ব্যবসাকে বড় করতে হয়।
কিন্তু আপনি ছোট থেকে আরো ছোট হয়ে গেছেন বড় ব্যবসায়ী হতে গিয়ে।কারনটা আসলে কি? একটু অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কূলকিনারা কিছুই করতে ব্যর্থ হয়েছেন।
https://bit.ly/2XtmlcM
আপনি ব্যবসার ফলাফল আপনার বিরুদ্ধে যাবার প্রধান কয়েকটি কারণের মধ্য অন্যতম হলো রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি। রাজনৈতিক সচেতনতা হয়ত আপনার রয়েছে কিন্তু সেটা হতে পারে তত্বীয় বা থিওরিটিক্যাল।
থিওরি আর সমাজ,রাষ্ট্র তার প্রয়োগ ঘটিয়ে বাস্তবায়ন করা অনেক সময় ও শ্রমসাপেক্ষ।
কার্ল মার্ক্স ও এঙ্গেলস সোভিয়েত ইউনিয়নে সেটা করে দেখিয়ে আজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী দের একজন হয়ে জ্বলজ্বল করছেন।
তিনি ছিলেন আধুনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা অর্থাৎ তাঁর কমিউনিজম থিওরির উপর লেখা কয়েকটি বই স্টাডি করলে আপনি আপনি অনায়াসে বুঝতে সক্ষম হবেন যে প্রকৃত রাজনীতি কি ও কেন? এবং পরিবার, রাষ্ট্র, সমাজের কর্মকর্তারা ও শাসকদের দ্বারা সাধারণ শ্রমজীবী মানুষজন কিভাবে শোষিত হয়েছিল আর শ্রমিক শ্রেনীর লোকেদের শোষণ করে শাষকরা সম্পদের ও পূঁজির পাহাড় গড়ে তুলেছিল।
কার্ল মার্ক্স সোভিয়েত রাশিয়ার তৎকালীন অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে তাঁর থিওরি আর বুলি আউড়িয়ে বসে থাকেননি বরং সাধারণ শ্রমজীবী মানুষের কাতারে থেকে কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিলেন।
যেমন তিনি তাঁর থিওরির স্বপক্ষে জনমত সংগ্রহ থেকে শুরু করে শ্রমিকদের সাথে একই কাতারে কাজ করেছেন আর বিভিন্ন গ্রাম ও শহরে সংগঠন গড়ে তুলেছিলেন।প্রোপাগাণ্ডার ও বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় সাধারণ শ্রমজীবী ও দিনমজুরদের সাথে তাদের ন্যায্য পাওনা ও দাবিদাওয়া নিয়ে আন্দোলন -সংগ্রাম করেছিলেন।
পরিবর্তন করতে হলে কাজ করতে হবে।তাই তিনি বলেছেন যে
"এতদিন দার্শনিকগণ কেবল বিশ্বকে বিভিন্নভাবে ব্যাখাই করে গেছেন,কিন্তু আসল কাজ হলো তা পরিবর্তন করা"।
শুধু কথাই বলে গেছেন তা নয় বরং রাজনীতি করে বিশ্বের পরিবর্তন ঘটিয়ে তিনি কিংবদন্তি বনে গিয়েছেন।
লেখাঃ শাহ্ জালাল মাসিম
পলিটিক্যাল কনসালটেন্ট
School Of politics
(Founder & CEO)
masimser33@gmail.com
No comments:
Post a Comment